যেন এক অজানা
গন্তব্যে
কালো অন্ধকারে হাত বাড়িয়ে,
অজানা কে ধরতে যাওয়া,
অচেনা কে ছুঁতে চাওয়া,
অজানা অচেনার মাঝেই
আমাদের এই বেড়ে ওঠা,
এক সময় হারিয়ে যাওয়া
অজানারই মাঝে,
আর ফিরে না আসা
তোমাদের খোঁজে।
কালো অন্ধকারে হাত বাড়িয়ে,
অজানা কে ধরতে যাওয়া,
অচেনা কে ছুঁতে চাওয়া,
অজানা অচেনার মাঝেই
আমাদের এই বেড়ে ওঠা,
এক সময় হারিয়ে যাওয়া
অজানারই মাঝে,
আর ফিরে না আসা
তোমাদের খোঁজে।
(৩১/০৩/২০০৯ – রাত ৩ টা ৫ মিনিট)