সাম্প্রতিক

প্রতীক্ষা – ২



এভাবেই কেটে যায় শান্ত দীঘল রাত
অপেক্ষা না প্রতীক্ষা
ব্যাকরনের আচরন মিলে না কোথাও
নির্ঘুম রাত্রির বুকে
অনাগত ভোরে তোমার প্রতীক্ষায়
মায়াময়ী তুমি, স্বপ্নময়ী নও
কল্পনার সাত রং মেখে
মোহময়ী আবেশ ছড়াও



(১৯/১১/২০১৩)