আমি হেটে গেছি দূর হতে বহু দূরে
একটু শান্তির আশায়,
পারি দিয়েছি সাগর মহাসাগর
কত দেশ বিদেশ,
শান্তির খোঁজে শান্তি হারিয়ে
ডুবে গেছি শুধু হতাশায়।
কিন্তু হায়! আমিতো খুঁজেছি
ভুল দিশায়,
শান্তি পরে আছে
আমার বাংলায়।
প্রকৃতির এই সবুজ শ্যামলে,
কুয়াশা ভেজা ঘাসে শীতের সকালে,
বসন্তে আগুন ছড়িয়ে দেওয়া
শিমুলের ডালে।
কার্তিকের নিবান্নে হাসি ফোঁটে
কৃষকের মুখে,
মিলে মিশে থাকে তারা
দুঃখে ও সুখে,
কোথায় পাবে এমন শান্তি
যা আছে বাংলার বুকে।
এখানে আছে দুঃখ আছে সুখ
আছে স্নেহ মমতায় ভরা
আমার মায়ের মুখ।
এ আমার মাটি আমার দেশ
আমার প্রিয় সোনার বাংলাদেশ।
(১৩/০৮/২০০৯ – ভোর ৫ টা ৪৩ মিনিট)