নগ্ন পৃথিবী, নগ্ন সমাজ
নগ্ন এ জীবন ধারা,
ভদ্রতার মুখোশে মোড়া।
ভালবাসার আড়ালে থাকে
স্বার্থের টানাটানি,
ভালবাস কি না বাস
স্বার্থটা আগে জানি।
ভালবাসার মুখোশ পড়ে
আবেগের অভিনয়
মুখোশের আড়ালে
ভালবাসার নগ্নতা বিষাদময়।
(১২/০৯/২০১০ – রাত ৩ টা ৫ মিনিট)