দুঃখ ক্লীষ্ট উচ্ছন্ন জীবনের পাপ
সুখের প্রত্যাশা,
উড়ন্ত পিপিলীকার
পাপ
আলো ছোঁয়ার
আশা,
ছন্দ হারা
কবির পাপ
কবিতা লিখতে
বসা,
দিশাহারা পথিকের
পাপ
খুজতে যাওয়া
পথের দিশা,
আষাঢ় শাওনে
সূর্যের পাপ
রোদের ঝিলিক
দেওয়া,
ভরা পূর্ণিমায়
চাঁদের পাপ
মেঘের আড়াল
হওয়া,
গভীর রাতে
রাত্রির পাপ
নিরবতা ভেঙ্গে
দেওয়া,
ছেড়া তারের
গীটারের পাপ
সুর তুলতে
চাওয়া,
প্রেম হারা
প্রেমিকের পাপ
প্রেমিকার
খোজে যাওয়া,
আমার পাপ তেমনি
ছিল
তোমায় পেতে
চাওয়া -
তোমায় ভালবাসা,
প্রায়শ্চিত্ব
তাই করছি আজি
নিরবে নির্জনে,
বিরহী হৃদয়ে
যন্ত্রনার কষ্ট ঘুচি
পাপের সুধ
পানে।
(২৩/০৩/২০১১ – রাত ৩টা ২ মিনিট)
