ভুলের সাগরে ডুবে
ভুল করে আবারো
তোমার পুরোনো স্মৃতির সমাধিতে
নতুন স্মৃতির ভিত্তি প্রস্তর
আঁকিতে এসেছি আজ তব দ্বারে,
দ্বার খোলো বরন কর মোরে
লিখে রাখো মোর নাম
নতুন স্মৃতিরো সম্ভারে।
(০৯/০৭/২০০৯ – দুপুর ৩ টা ৫১ মিনিট)