কখনো পাইনি তোমায়
বৃষ্টির জলে,
কখনো খুজিনি তোমায়
আকাশের নীলে,
কখনো দেখিনি তোমায়
বৃষ্টি ভেজা বিকেলে,
এলো চুলে জানালার পাশে,
সাদা মেঘের ভালায় ভেসে ভেসে
ঐ দূর নীলিমার সাথে।
বৃষ্টির জলে,
কখনো খুজিনি তোমায়
আকাশের নীলে,
কখনো দেখিনি তোমায়
বৃষ্টি ভেজা বিকেলে,
এলো চুলে জানালার পাশে,
সাদা মেঘের ভালায় ভেসে ভেসে
ঐ দূর নীলিমার সাথে।
কখনো পাইনি তোমায়
বিকেলের পড়ন্ত আলোয়
শুভ্র সুন্দর সবুজ ঘাসে,
কখনো দেখিনি
হেটে হেটে দুজনে পাশা পাশি
উড়ে যাওয়া শালিকের ঝাক,
কখনো দেখিনি দুজনে
গাং চিলের ডানায় রৌদ্রের খেলা,
ঘাস ফড়িংয়ের ছুটো ছুটি
আর মৌচাকে মৌমাছিদের মেলা।
বিকেলের পড়ন্ত আলোয়
শুভ্র সুন্দর সবুজ ঘাসে,
কখনো দেখিনি
হেটে হেটে দুজনে পাশা পাশি
উড়ে যাওয়া শালিকের ঝাক,
কখনো দেখিনি দুজনে
গাং চিলের ডানায় রৌদ্রের খেলা,
ঘাস ফড়িংয়ের ছুটো ছুটি
আর মৌচাকে মৌমাছিদের মেলা।
তবুও পেয়েছি আমি
কল্পনায় নিয়েছি খুজে
যখন যেখানে এ হৃদয় মাঝে,
শান্ত কোমল তুমি
আমার কল্পনায়,
শুভ্র সুন্দর তুমি
আমার চেতনায়,
এঁকে যাই শুধু তোমায়
আমার কবিতার খাতায়।
(২০/০৮/২০০৯ – সকাল ৭ টা ৫০ মিনিট)