শূণ্যতায় বুক বাঁধি
মোহময়ী সুখের টানে,
মোহময়ী সুখ ভেসে যায়
অভিশাপের বানে।
সাদা কালো ঘুড়ি উড়াই
রঙ্গিন আকাশে,
উদাসী মনের বিচরন
লিলুয়া বাতসে।
মোহময়ী সুখের টানে,
মোহময়ী সুখ ভেসে যায়
অভিশাপের বানে।
সাদা কালো ঘুড়ি উড়াই
রঙ্গিন আকাশে,
উদাসী মনের বিচরন
লিলুয়া বাতসে।
(০৭/১০/২০১৩)