সাম্প্রতিক

জন্মদিন – ৩



বহু বসন্ত পেরিয়ে এসেছো
জীবন নদীর স্রোতে,
আসছে বসন্তেও থেকো মুখর
ফুলের সুরভিতে।

বছর ঘুরে ফিরে এসেছে
আবার সেই দিন,
আজ তোমার
শুভ জন্মদিন।


(জানুয়ারী - ২০১৩)