সাম্প্রতিক

ফাগুনের আমন্ত্রনে



আজ কেন সব রঙ্গীন লাগে
বিশ্ব যে আজ নতুন সাজে,
চারিদিকে শুধু খুশির জোঁয়ার
তাক্‌ ধুমা-ধুম্‌ মাদল বাজে।

রঙ্গীন হাওয়ায় উড়ছে ঘুড়ি
রঙ্গীন নেশায় জীবন জাগে,
প্রিয়ার শুষ্ক হাতের পরে
নরম কোনো ছোঁয়া লাগে।

সেজেছে সব বৃক্ষ রাজী
নতুন পাতায়, ফুলে ফুলে,
খুশিতে তাই লেগেছে আগুন
শিমুলের ডালে ডালে।

মধুর স্বরে ডাকছে কোকিল
চারিদিকে তার প্রিয়ার খোজে,
প্রকৃতি যেন ফিরে পেয়েছে
হারানো তার যৌবনটাকে।

থাকবি কদিন ঘরের কোনে
শীত তো গেছে অনেক আগে,
এসেছে আজ ফাগুন যে ভাই
ধরার বুকে নতুন রাগে।


(১৫/০৬/২০১০ – ভোর ৬ টা ৪৭ মিনিট)