বলবো না
তুমি আমার পাশে
রাত জাগা তারা,
তবু তুমি আছ পাশে
আমার হাতটি ধরে।
তুমি আমার পাশে
রাত জাগা তারা,
তবু তুমি আছ পাশে
আমার হাতটি ধরে।
বলবো না
তুমি আঁধার রাতে
জোছনা ধারা,
তবু তুমি ভেজাও আমায়
আলোর পরশ ভরে।
জোছনা ধারা,
তবু তুমি ভেজাও আমায়
আলোর পরশ ভরে।
(১৪/১১/২০১২ – রাত ৪টা ৫ মিনিট)