সাম্প্রতিক

স্মৃতিময় দিন গুলি



স্মৃতির পাতায় শুকনো মরিচীকার
হাত ধরে-
হেটে যাই পুরোনো
স্মৃতির আঙ্গিনায়,
বন্ধ দু’চোখে
খোলা মনের জানালায়।

ভেসে ওঠে
সেই উত্তাল দিন গুলি,
আমরা কজন
ছিলাম পাশাপাশি,
কখনো ক্লাসে
কখনো বা সরোবরে,
কখনো রাস্তায়
অথবা মামার দোকানে,
ধোঁয়া আর চায়ের কাপে
আড্ডায় মুখর,
স্মৃতির পাতায়
দিন গুলি আজ শুধুই ধুসর।


(০৪/১১/২০১০ – বিকেল ৫ টা ১৪ মিনিট)