সাম্প্রতিক

তোমার মাঝে



সেই দিন সেই রূপালী বালু বেলায়,
আমিও হারিয়েছিলাম
সাগরের বিশালতায়,
খুঁজেছিলাম তোমায় আমি
বারে বারে তোমারই মাঝে,
অন্য রকম এক তোমার খোঁজে।

গোধূলীর পড়ন্ত আলোয়
লালিমা ছড়িয়ে
দেওয়া সূর্যের পাশে,
অনাগত রাত্রির বুকে
আঁধারের বুক চিড়ে
আলো ছড়ানো চাঁদের পাশে।

সাগর তীরে প্রবল আক্রোশে
আছড়ে পড়া ঢেউয়ের সাথে,
আমার ভেতরে
শূন্যতায় ভরে থাকা স্মৃতি গুলোর সাথে।

খুঁজেছিলাম তোমায় আমি
তোমারই মাঝে,
আমার মত করে বারে বারে
আমার কাছে।

আজও রয়ে গেছে স্বপ্ন
বেঁচে আছি আমার মাঝে,
তোমার ছায়া শুধু দেখে
আর মুচকি হাসে।


(১০/০৬/২০০৯ – রাত ৩টা ১৮ মিনিট)