সাম্প্রতিক

বৃষ্টির কাছে



কাঁদতে কাঁদতে চোখের কোনে
শুকিয়ে গেছে জল,
জল চাইতে তাই এবার
বৃষ্টির কাছে চল

বৃষ্টি আমায় জল দেবে
সেই জলেতে কান্না হবে,
নতুন করে কাঁদবো আবার
আমায় নিয়ে চল,
জল চাইতে যাব
বৃষ্টির কাছে চল।


(১৯/০৫/২০০৯ – রাত ৮ টা ৩০ মিনিট)