সিক্ত হতে চেয়েছি
শুধু তোমার ভালবাসায়,
বসে আছি রক্তদ্রোণ হয়ে
গ্রীষ্মের তপ্ত রোদে
এক পশলা বৃষ্টির আশায়,
তৃষ্ণার্ত পথিকের হাহাকার নিয়ে
এক টুকরো মেঘের আশায়,
ক্ষ্যাপা ঘোড়ার মতই ছুটেছি
সে পথে
যেখানে মেঘের ছায়া,
হৃদয় গহীনে বয়ে যায়
ভালবাসার ঝিরিঝিরি হাওয়া,
উদয়াস্ত থাকবে যেথায়
তোমার বিচরন,
সে পথেই চলছি আমি
চলছি আমরন।
শুধু তোমার ভালবাসায়,
বসে আছি রক্তদ্রোণ হয়ে
গ্রীষ্মের তপ্ত রোদে
এক পশলা বৃষ্টির আশায়,
তৃষ্ণার্ত পথিকের হাহাকার নিয়ে
এক টুকরো মেঘের আশায়,
ক্ষ্যাপা ঘোড়ার মতই ছুটেছি
সে পথে
যেখানে মেঘের ছায়া,
হৃদয় গহীনে বয়ে যায়
ভালবাসার ঝিরিঝিরি হাওয়া,
উদয়াস্ত থাকবে যেথায়
তোমার বিচরন,
সে পথেই চলছি আমি
চলছি আমরন।
(০৭/০৮/২০১০ – সকাল ৮ টা ৫ মিনিট)
