সাম্প্রতিক

সন্ধ্যা



অদ্ভুদ সন্ধ্যা
আলোড়ন তোলে
কেঁদে যায়
দু'চোখে তার তৃষ্ণার ছায়া,

আঁধারের প্রান্ত ছুঁয়ে
গোধূলীর হাত ধরে
ছড়িয়ে রাখে অদ্ভুদ মায়া।