আমার শূণ্যতায় ঘিরে থাকা
প্রহর গুলোয়
তোমার শুভ্র অনুভুতি
আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকা
আমার চেতনায়
লোহিত তরল হয়ে
বয়ে চলে
আমার ধমনী শিরায়।
প্রহর গুলোয়
তোমার শুভ্র অনুভুতি
আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকা
আমার চেতনায়
লোহিত তরল হয়ে
বয়ে চলে
আমার ধমনী শিরায়।
(১৬/১১/২০১৩)