সাম্প্রতিক

আর্তনাদ – ২



আমার শূণ্যতায় ঘিরে থাকা
প্রহর গুলোয়
তোমার শুভ্র অনুভুতি
আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকা
আমার চেতনায়
লোহিত তরল হয়ে
বয়ে চলে
আমার ধমনী শিরায়


(১৬/১১/২০১৩)