মিথ্যেও যদি হয়
তবু ভালবাস আমায়,
মিথ্যেও যদি হয়
তবু বলো-
ভালবাসি তোমায়।
চাই না সে সত্য
চাই না সে প্রণয়,
যে প্রণয়ে নেই তুমি
যে সত্যও ফিকে মনে হয়।
চাই না সে সুখের হাসি 
চাই না সে প্রণয়,
যে প্রণয়ে নেই তুমি 
যে সুখেও কষ্ট লুকিয়ে রয়।
চাই শুধু তোমায় 
ডুবে যেতে তোমার ভালবাসায়,
চাই শুধু বাঁধতে তোমায়
স্বপ্নীল আলো আশায়।
(২৩/০৩/২০১১ – রাত ৩ টা ২৮ মিনিট)
