সাম্প্রতিক

তুমি চাইলেই



যদি তুমি আমারই না হবে
তবে কেন বেঁধেছিলে এ বাঁধন,
যদি তুমি আমারই না হবে
তবে কেন গড়েছিলে এ স্বপন।

তুমি চাইলেই
আকাশে বৃষ্টি ঝড়ে,
তুমি চাইলেই
রংধনু খেলা করে।

তুমি চাইলেই
আকাশে মেঘের ঘনঘটা,
তুমি চাইলেই
রৌদ্রের ছবি আঁকা।

তোমারই স্বপ্ন ছবি আঁকে
হৃদয়ের আঙ্গিনা জুড়ে,
তোমারই স্বপ্নে জল আসে
উদাসী এ চোখের কোনে।

তুমি চাইলেই
আসে চাঁদ জাগা সোনালী প্রহর,
তুমি চাইলেই
সোনালী বিকেল হয় ধুসর।

তুমি আছ তাই
চাওয়া - না পাওয়ার দোটানায়,
উদাসী আকাশ জুড়ে
মেঘের ঘনঘটায়।
 

(২৬/০৮/২০১০ – রাত ২ টা ৪৮ মিনিট)