সাম্প্রতিক

হারানো শৈশব



আমি দেখেছি-
ভোরের সোনালী রোদে
শিশিরের হেসে ওঠা
চকচকে মুক্তোর মতন,
ক্ষনেক বাদেই হারিয়ে যাওয়া
সূর্য দেবের হুংকারে
লুটিয়ে পড়া
ঘাসের পদতলে
চারিদিকে ছড়িয়ে পড়ে
শিশিরের রোদন,
ভারী হয়ে যায় আকাশ-বাতাস
ভারী হয়ে যায়
আমার মন,
দেখেছি তেমনই লুটায়ে পড়েছে
আমার শৈশব
আমার কৈশোর
জীবন রেলের চাকার তলে,
জীবন এখন থেমে গেছে
প্রানহীন এক সভ্যতার
ইট-পাথরের দেয়ালে,
হারিয়েছি আমার প্রিয় পুকুর ঘাট
হারিয়েছি গাঁয়ের প্রিয় মেঠো পথ,
হারিয়েছি আমার শৈশব-কৈশোর
হারিয়েছি আমার প্রিয় নদী তট,
হঠাৎ যেন মনে পরে আজ
ফেলে আসা সেই সব প্রহর,
ছোট্ট হৃদয়ে যেন
থেকে থেকে ওঠে বেদনার ঝড়।


(১৩/১১/২০০৯ – দুপুর ১২ টা ৪৭ মিনিট)