একদিন-
অনন্ত নক্ষত্র
আকাশ
আর সূর্য সীমানা
পেরিয়ে,
শৃংখলার শিকল
ভেঙ্গে
আরো কাছে এসেছিলাম;
ভরা পূর্ণিমায়-
আকাশ ভরা মিথ্যে
আলোর
রূপালী আভায়,
একটু সুসময় চেয়েছিলাম,
আমার ভাল থাকার
আমার ভাল থাকার
পুরোটা প্রহর জুড়ে-
একটু সুসময় চেয়েছিলাম
একটু সুসময় চেয়েছিলাম
তোমায় মিথ্যে বলে।
(০৪/০৯/২০১২ – রাত ২টা ৫৬ মিনিট)