সাম্প্রতিক

ক্লান্তি



ঠায় বসেছিলাম শান্ত হয়ে
বট বৃক্ষ তলে -
দেহ খানি মোর জুড়াইল
বট পত্রের সুশীতলে,
মনের ক্লান্তি ছিল যাহা
রয়ে গেল দৃষ্টির অন্তড়ালে।
 


(৩০/০৮/২০১৩ – রাত ১ টা ৪০ মিনিট)