সাম্প্রতিক

ফেলে আসা এই দিন



ফেলে আসা সেই দিনের খোঁজে
চলব না আর উল্টো রথে,
খুঁজবো না আর পুরোনো স্মৃতি
হাটবো না আর উল্টো পথে,
খুঁজবো না আর হারানো তাকে
হারিয়েছি যা পথের বাঁকে।

হারিয়ে গেছে স্বর্নালী দিন,
চলতি পথে তাহার কাছে
একটু খানি হয়েছে ঋণ।
সুধতে হবে ঋণের বোঝা,
ঋণ সুধতে তাকে খোজা,
খুঁজবো তাকে সম্মুখ পথে,
চলবো না আর উল্টো রথে।


(২৩/০৫/২০০৯ – সকাল ১১ টা ৩৭ মিনিট)