সাম্প্রতিক

এমনই ...



চেনা মানুষের অচেনা ছবি
লুকোচুরি খেলে হৃদয় অতলে,
চেনা চোখের অচেনা দৃষ্টি
ভাসায় অশ্রু জলে,
চেনা হৃদয়ের অচেনা অনুভুতি
হাহাকার করে বলে-
আমার হৃদয়ে তোমার ছায়া
ভেসে গেছে
বাস্তবতার বানের জলে।


(০৮/০৭/২০১২)