সাম্প্রতিক

একাকীত্বতা



তোমাদের শহরের
এই কোলাহলে,
একাকীত্বের তীব্রতা
হৃদয় গহীন তলে

যখন বৃষ্টি ঝড়ে
তোমাদের রাজপথে,
খড়ায় চৌচির হয়ে
বুকের জমিন ফাটে

ভরা পুর্ণিমায় সিক্ত শহর
জোছনার বানে,
হৃদয় আকাশ জোছনাহীন
অমাবশ্যার টানে



(১৬/০৬/২০১৩ – রাত ২ টা ৭ মিনিট)