সাম্প্রতিক

বৈশাখ



নিঝুম রাতের দিকে তাকিয়ে
খুজেছি তোমায়
কালো অন্ধকারের মাঝে,
বিশাল বাংলার দিকে তাকিয়ে
খুজেছি তোমায়
পল্লীর ভাজে ভাজে।

প্রিয়ার দিকে তাকিয়ে
খুজেছি তোমায়
তার মুখ ভরা লজ্জায়,
মায়ের দিকে তাকিয়ে
খুজেছি তোমায়
তার কোমল শুভ্রতায়।

আকাশ যেন নীল প্রান্তর জুড়ে
ছড়িয়ে দিয়েছিল
তোমার বারতা,
আসবে তুমি চৈত্রের শেষে
একটু মুচকি হেসে
গোপনে বলেছিল আমায়
রক্তিম সবিতা।

 
(০৮/০৪/২০০৯ – সকাল ১১ টা ৪৫ মিনিট)