সাম্প্রতিক

কে তুমি নন্দিনী



কে গো
ঐ দক্ষিন দুয়ারে
দক্ষিনা হাওয়ায় উড়ায়েছ শাড়ির আঁচল,
তবে কি তুমি
দিয়েছ ভরে
ভালোবেসে মোর হৃদয় অতল,
করেছ আলো
মোর দুয়ারে
কে তুমি, কোন রূপরানী,
ছড়ায়ে দিয়েছ
স্বর্গ শোভা
কে তুমি, কোন সুহাসিনী,
এসেছ অবেলা
মোর দুয়ারে
কে তুমি, সুমন্দ ভাষিনী,
আসিলে ছাড়িয়া
নন্দন কানন
কে তুমি, হে নন্দিনী।


(১৩/১১/২০০৯ – সকাল ১১ টা ৫ মিনিট)