সাম্প্রতিক

কবিতা



জীবন নদী পারি দেব তাই
সঙ্গী করেছি তাকে,
শব্দের পাশে শব্দ বসিয়ে
সৃষ্টি করেছি যাকে

আমার হাতেই কেটেছে তার
আশৈশব যৌবন কৈশোর,
আমার হাতেই থাকতো সে
আনন্দে বিভোর

খাতা কলমে জন্ম তার
ছিল না কোন চাওয়া,
যখন তাকে যা দিয়েছি
সেটাই পরম পাওয়া

তার কাছেই রেখেছি জমা
দুঃখ সুখের ঋন,
তাতেই আছে সকল স্মৃতি
আজো চির অমলিন

উপমায় ছিল আকাশ-বাতাস
চাঁদ-তারা আর সবিতা,
শব্দের পাশে শব্দ বসিয়ে
নাম দিয়েছি তার কবিতা


(২৪/১০/২০০৯ – সকাল ৭ টা ২ মিনিট)