ছদ্দবেশেও মানুষ আমি
স্ব-বেশেও মানুষ
বাঘের মুখোশে ভয় দেখালেও
আমি মানুষ
কবি হয়ে কবিতা লিখলেও
আমি মানুষ
পথিক হয়ে পথ চলেও আমি মানুষ
আনন্দের আতিশয্যেও আমি মানুষ
কষ্টের বোঝা কাঁধে নিয়েও
আমি মানুষ
স্ব-বেশেও মানুষ
বাঘের মুখোশে ভয় দেখালেও
আমি মানুষ
কবি হয়ে কবিতা লিখলেও
আমি মানুষ
পথিক হয়ে পথ চলেও আমি মানুষ
আনন্দের আতিশয্যেও আমি মানুষ
কষ্টের বোঝা কাঁধে নিয়েও
আমি মানুষ
চিৎকার করে বললেও আমি মানুষ
না বললেও আমি মানুষ
সন্ধ্যে বেলায় ঘরে ফিরলেও আমি মানুষ
রাত্রি দ্বি-প্রহরে পথে পথে ঘুরলেও
আমি মানুষ
ছন্ন ছাড়া ভবঘুরে জীবনেও আমি মানুষ
সংসার সাগরে দুঃখ ভেলা বয়েও
আমি মানুষ
শত মানুষের ভীড়ে মিশে থেকেও
আমি মানুষ
রাত্রি দ্বি-প্রহরে পথে পথে ঘুরলেও
আমি মানুষ
ছন্ন ছাড়া ভবঘুরে জীবনেও আমি মানুষ
সংসার সাগরে দুঃখ ভেলা বয়েও
আমি মানুষ
শত মানুষের ভীড়ে মিশে থেকেও
আমি মানুষ
তবুও -
মানুষ হওয়ার ব্যাকুলতায় আমি মানুষ
চিৎকার করে বললেও আমি মানুষ
না বললেও আমি মানুষ
মানুষ হওয়ার ব্যাকুলতায় আমি মানুষ
চিৎকার করে বললেও আমি মানুষ
না বললেও আমি মানুষ
(২১/০৯/২০১৪ – রাত ২ টা ৩০ মিনিট)