চাঁদ দেখলেই
শুধু তোমার কথা মনে পড়ে,
তুমি কি চাঁদের চেয়ে সুন্দর,
চাঁদে কলঙ্ক আছে
তুমাতে তাও নেই,
আছে শুধু শুভ্রতা
আর স্নিগ্ধ কোমলতা।
এই মন শুধুই ছুঁতে চায়,
এ যে শুধু দূর থেকে
কেবল না পাওয়ার ব্যাকুলতা।
এ যে হৃদয়ের কান্না
সবাইকে তো দেখানো যায় না
ভেবেছিলাম দেখাবো তোমায়,
তা আর হলো না
হয়ত কোনো দিন হবেও না।
এই কান্না হৃদয়েই থেকে যাবে,
আর বাড়বে শুধু
না পাওয়ার ব্যাকুলতা।
তুমি কি চাঁদের চেয়ে সুন্দর,
চাঁদে কলঙ্ক আছে
তুমাতে তাও নেই,
আছে শুধু শুভ্রতা
আর স্নিগ্ধ কোমলতা।
এই মন শুধুই ছুঁতে চায়,
এ যে শুধু দূর থেকে
কেবল না পাওয়ার ব্যাকুলতা।
এ যে হৃদয়ের কান্না
সবাইকে তো দেখানো যায় না
ভেবেছিলাম দেখাবো তোমায়,
তা আর হলো না
হয়ত কোনো দিন হবেও না।
এই কান্না হৃদয়েই থেকে যাবে,
আর বাড়বে শুধু
না পাওয়ার ব্যাকুলতা।
(১৫/০১/২০০৯ – রাত ৩ টা)