সাম্প্রতিক

সঙ্গী

যখন তুমি আমায় বলো
দুঃখ ভুলে থাকো ভাল,
তখন আমি সন্ধি করি
দুঃখ তুমি সঙ্গে চল।
দুঃখে আমার জীবন গড়া
দুঃখের সাথে সহবাস,
সুখের কথা ভাবতে গিয়ে
বাড়ে শুধু দীর্ঘশ্বাস।

  
(০২/০১/২০০৯ – ভোর ৬ টা ৬ মিনিট)