কোনো এক অজানা
জগতের পথ ধরে,
আমি হারিয়ে যেতে চাই
তোমার হাতটি ধরে।
যেখানে থাকবে না
কোনো ভয়-সংঘাত-সমর,
থাকবে শুধু
তোমার আমার ভালবাসার ঘর।
সুখের সাগরে ভাসিয়ে দেব
ভালবাসার ভেলা,
জোছনা রাতে দেখব দুজন
আলো ছায়ার খেলা।
দুঃখরা সব
পালিয়ে যাবে অচিনপুরে,
শুধু সুখ আর সুখ রবে
তোমার আমার ভালবাসার ঘরে।
(১৮/০২/২০০৯ – রাত ৪ টা ২০ মিনিট)