সাম্প্রতিক

আমার স্মৃতি



যে দিন আমি থাকব না
থাকবে শুধু আমার ভালবাসা
আর থাকবে-
আমার রেখে যাওয়া ভাষা।

আমায় খুজবে তুমি
লক্ষ তারার দলে,
আমায় খুজবে তুমি
স্মৃতি অতলে।

হয়তো আমায় খুজে পাবে সখা
বাংলার বিশাল প্রান্তরে,
হয়তো চন্দ্র নিভে যাওয়া
অমাবস্যার আঁধারে।

হয়তো খুজে পাবে আমায়
কোনো এক নিঃসঙ্গ বিকেলে,
শীতের প্রকোপে
পাতা ঝরে যাওয়া শিমুলের ডালে।

সে দিন কাঁদবে তুমি
আমায় ভেবে ভেবে,
স্মৃতিরা কেবল তোমার
দুঃখ বাড়াবে।


(১৯/০৩/২০০৯ – বিকাল ৩ টা ৫৭ মিনিট)