হে যুবক,
তুমি যেও নাকো ঐ পথে
ফিরে এসো,
তুমি যেও নাকো বাতিলের পথে।
ঐ পথে আছে ভয়
আছে শুধু সংসয়,
ঐ পথে আছে শুধু
মিথ্যার মায়াজাল,
ঐ পথে আছে শুধু
অন্ধকারের কাল।
ঐ পথে গেলে তুমি দেখবে
কিছুই নেই সেখানে,
আছে শুধু
তোমার জীবনের ধ্বংসাবশেষ।
ফিরে এসো
হে যুবক
ফিরে এসো সত্যের পথে
এসো আলোর পথে।
(০৩/০৩/২০০৯ – সকাল ৮ টা ৪০ মিনিট)