সাম্প্রতিক

চলে যাওয়া



আমি এখন 
রাত জেগে আর চাঁদ দেখি না, 
তারদের লুকচুরি দেখি না, 
এখন আমার 
অন্ধকার দেখতেই বড় ভাল লাগে, 
অমাবস্যার অন্ধকার, 
কৃষ্ণপক্ষের অন্ধকার।

আমার জীবনের সব আলো 
নিভে গেছে সেই দিন- 
যে দিন তুমি চলে গেছে।

তুমিই ছিলে 
আমার জীবনের আলো, 
সেই আলোই আমি 
পথ দেখেছিলাম।

আমি পারিনি – 
আমার হৃদয়ের সবটুকু আবেগ, 
সবটুকু ভালবাসা দিয়েও 
তোমাকে ফেরাতে, 
আমার রক্তাক্ত হৃদয়টাকে 
কাঁচের মত টুকরো টুকরো করে 
চলে গেছ বহু দূরে।

সেই স্মৃতি ঘেরা দিন গুলি 
আমি ভুলতে পারিনি, 
ভুলতে পারব না কোনো দিন।

আমি শুধু ভালই বেসেছিলাম, 
হৃদয় দিয়ে তো শুধু হৃদয়ই চেয়েছিলাম, 
এই কি ছিল আমার অপরাধ।

হয়তো তুমি ভুলে গেছো আমায় 
ভুলে গেছো সেই স্মৃতিময় অতীত, 
পাড়ি দাও তুমি 
সুখের সাগরে ভাসিয়ে ভেলা, 
আর আমি দেখি 
জীবন সায়াহ্নে অতীত স্মৃতির খেলা।


(০৩/০৩/২০০৯ – সকাল ৮ টা ৪০ মিনিট)