সাম্প্রতিক

আমি তোমাকে ভালবাসি

আজ আমায় থামিয়ে দিওনা
আজ আমায় রুদ্ধ করো না
আজ আমি বিশ্বকে জানিয়ে দিব
আমি চিৎকার করে বলব
আমি তোমায় ভালবাসি।

আজ আমাকে দাও
আজ শুধু আমার বলার দিন
আজ উচ্ছন্নে যাওয়ার দিন
আজ শুধু ভালবাসার দিন
আজ দুজনে হাত ধরে
গ্রহান্তরে চলে যাওয়ার দিন
আজ আমায় বাধা দিও না
আজ আমায় ক্ষ্যান্ত করো না
আজ আমি চিৎকার করে বলব
আমি তোমাকে ভালবাসি
আজ আমি ধরিত্রীর বুকে লিখে দিব
আমি তোমায় ভালবাসি।

আজ পাখিরা মনের আনন্দে গাইবে
মৃদু তালে ঝিরিঝিরি বাতাস বইবে
আজ সাগরে কোনো ঢেউ উঠবে না
কারো মনে অশান্তির ঝড় বইবে না
আজ বইবে শুধু শান্তির হাওয়া
আর আমি চিৎকার করে বলব-
ভালবাসি ভালবাসি ভালবাসি প্রিয়া।



(২৩/০২/২০০৯)