সাম্প্রতিক

আমার গ্রাম



এ যে আমার হারিয়ে যাওয়া
ছেলে বেলার কথা,
শৈশবের স্মৃতি ঘেরা
পল্লী মায়ের কথা।

যেখানে আছে –
দিগন্ত জোড়া ফসলের মাঠ,
আছে আমার প্রিয় পুকুর ঘাট।

যে গাঁয়ের মেঠো পথে
আমার পথ চলা,
যে গাঁয়ের মাটির সাথে
আমার কথা বলা।

যে গাঁয়েতে দেখা যায়
কার্তিকে নতুন ধানের বান,
যে গাঁয়েতে আছে
গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান।

যে গাঁয়ের খালে বিলে
রক্ত কমল হাসে,
নদীর পাড়ে চোখ ধাঁধিয়ে
কাঁশের আসর বসে।

আমার গাঁয়ের এত রূপ
তুলনা তার নাই,
ইচ্ছে করে ফিরে যাই
আবার ছেলে বেলায়।

প্রাণের আবেগে বলতে চাই
ভালবাসি তোমায়।


(২১/০৩/২০০৯ – সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট)