সাম্প্রতিক

অধরা


আমি অবাক তাকিয়ে রই
তোমার চোখের দিকে।
কি আছে তোমার চোখে-
জোছনার আলো
না অমাবস্যার অন্ধকার,
সূর্যের দাবদাহ
নাকি চাঁদের কোমলতা,
তারুন্যের উচ্ছাস
নাকি বার্ধক্যের স্থবিরতা।

নাকি উত্তাল সাগরের বুকে
ছুটে চলা চঞ্চলা উর্মি,
নাকি দুপুরের রোদে
চকচকে বালুর ধুসর মরুভুমি।

কি আছে –
আমি আজো ভেবে যাই
হারিয়ে যাই এক অজানা জগতে
যেখানে শুধু তুমি আর আমি
কাটিয়ে দেব হাজার বছর।


(০৯/০২/২০০৯ – সকাল ৯ টা ৪০ মিনিট)