সাম্প্রতিক

সে

চোখ দুটি যেন খোলা আকাশ
এ যেন এক অজানা মায়া,
কখনো বা ঝকঝকে রোদ
কখনো সেই রোদের নিচে
কালো মেঘের ছায়া।

চঞ্চলা হরিনীর মত
তার ছুটে চলা,
কবিতার মত ছন্দময়
তার কথা বলা।

চলে যায় সে বাজিয়ে
ঝুমঝুম নুপুরের ধ্বনি,
কান পেতে আমি
নুপুরের নিক্কন শুনি।

তার মুক্তো ঝরানো হাসি
মোনালিসাকেউ হার মানায়,
এক অজানা মায়া লেগে থাকে
তার চোখের তারায়।

তার রূপে মুগ্ধ হয়ে
চেয়ে থাকি পথ পানে,
কখন সে আসবে আবার
দেখবো গোপনে।

দেহ খানি তার ছিমছাম
কোনো আধিক্য নেই তাতে,
আমার যে বড় ভাল লাগে  
কি করে বোঝাবো তাকে।



(২৩/০২/২০০৯)