সাম্প্রতিক

আমায় নিয়ে চলো বন্ধু



কোথায় যাচ্ছ বন্ধু- 
ঐ দূর দিগন্তে, 
যেখনে সূর্য পানিতে মিলায়, 
আকাশ মাটিতে বন্ধুত্ব হয়, 
বন্ধু নেবে কি আমায় তোমার সাথে 
যেখানে চাঁদ তারাদের খেলা হয়, 
যেখানে ভেসে যায় 
সাদা মেঘের ভেলা, 
যেখান থেকে ভেসে আসে 
বিজলির দোলা।

বন্ধু আমি যে কেবল 
তোমার সাথেই যেতে চাই, 
এ আমার বন্ধুত্বের দাবী, 
এ আমার ভালবাসার দাবি।

বন্ধু তুমি নিয়ে চল আমায় 
ঐ সুদূর নীলিমায়, 
নিয়ে চল কোনো এক অজানা গ্রহে 
বিমুর্ত কল্পনায়, 
বন্ধু নেবে কি আমায়, 
বলো, নেবে তো আমায়।


(২৬/০২/২০০৯ – ভোর ৬ টা ১৪ মিনিট)