সাম্প্রতিক

স্মৃতি

রাত গভীর হলে 
পৃথিবী ঘুমিয়ে পড়ে, 
নির্ঘুম এই আমার 
শুধু তোমায় মনে পরে।

কালো পিচ্ছিল অন্ধকারে 
ছেঁয়ে যায় চারদিকে, 
তুমি শুধু আলো হয়ে 
জেগে থাকো আমার বুকে।

রাত বাড়ে আঁধার বাড়ে 
বাড়ে শুধু নীরবতা, 
মনে মনে বলে যাই 
তোমার সাথে কত কথা।

রাতের আঁধারে স্মৃতিরা এসে 
কড়া নাড়ে আমার দুয়ারে, 
স্মৃতির ভীড়ে এ হৃদয় 
শুধু তোমায় খোজে ফেরে। 


(১৮/০২/২০০৯ – রাত ৩ টা)