সাম্প্রতিক

দুরের আকাশ

আমি হেটেছি নীল সাগরের তীরে
গভীর আগ্রহে,
প্রগাড় ভালবাসা নিয়ে,
তাকিয়েছি সুবিশাল জলরাশির দিকে
কেবলি তোমায় ভেবে,
তোমার কথা চিন্তা করে,
তুমি কি এই জলরাশির মতই বিশাল
নাকি-
কেবলি আমার কল্পনা,
আমি তাকিয়েছি নীল আকাশের দিকে
শুধু তোমায় ভেবে,
তুমি কি শুধুই কল্পনা
ঐ আকশের মতই
আমার ধরা ছোঁয়ার বাইরে,
নাকি-
ধরা দেবে কোনোদিন
ভালবাসার পরশে
ভরিয়ে দেবে এ হৃদয়

(০২/০১/২০০৯ – ভোর ৬ টা)