সাম্প্রতিক

সুখের আশায়

পথে পথে দুঃখ খুজে ফিরি,
কোথাও কোনো দুঃখ পেলে
তাকেই সঙ্গী করি।

পথের মাঝে দুঃখের বাস,
সুখেরা করে স্বর্গবাস;
হাত বাড়ালেই দুঃখ আসে,
সুখেরা সব মুচকি হাসে।

সুখ যে আমার কাছে থাক না
কেবলি পালিয়ে বেড়ায়,
কাছে আসে মরিচীকার মত
ধরতে গেলেই নাই হয়ে যায়।

তাই-
সুখের আশা ছেড়ে দিয়ে
দুঃখটাকে বুকে ধরে,
ভাসিয়ে দিলাম জীবন তরী
অকুল সায়রে।


(২১/০৩/২০০৯ – সন্ধ্যা ৭ টা ৪ মিনিট)