সাম্প্রতিক

তোমার জন্য

তোমার জন্য কবিতা
শুধু তুমিই নেই কাছে,
তোমায় খুজতে গেলে
নিঃসঙ্গতারা ছুটে আসে।

তুমি মানেই কি নিঃসঙ্গতা
খোলা আকাশের নিচে
একা একা পথ চলা,
তুমি মানেই কি-
মনের সাথে
একা একা কথা বলা।

তুমি মানেই কি-
স্রোত স্বিনীর স্রোতের টান,
মাঝির মুখে উদাস করা
জারি সারি গান।

তুমি মানেই কি-
উত্তাল সাগরের বুকে ভেসে যাওয়া
নিঃসঙ্গ এক তরী,
তুমি মানেই কি -
আমায় দূরে ঠেলে দেয়া
প্রেমহীন এক নারী।

তুমি মানেই কি –
রাত জেগে লিখে যাওয়া কবিতা,
তুমি মানেই কি –
বর্ষার আকাশে মেঘের আড়ালে
লুকিয়ে থাকা সবিতা।

তুমি মানেই-
কেন এত হতাশা
কেন এত নিসঃসঙ্গতা,
কবে আসবে তুমি
সকল হাতাশা দূর হয়ে
এ হৃদয়ে বইবে শান্তির সুবাতাস।


(২৩/০২/২০০৯)