সাম্প্রতিক

আমাদের স্বাধীনতা

আমি আবার একটি স্বাধীনতা যুদ্ধ চাই,
চাই একটি স্বাধীন সত্ত্বা,
চাই একটি নতুন স্বাধীনতা,
যেখানে থাকবে না কোনো বিদ্বেশ
থাকবে না কোনো পাপ পঙ্কিলতা।

এ কেমন স্বাধীনতা –
যেখানে ভাই ভাইয়ের বুকে
চালায় গুলি,
পথে ঘাটে পরে থাকে
মানুষের মাথার খুলি।

রাজ পথে বয়ে চলে
তাজা খুনের বন্যা,
মা বাবার সামনে
ধর্ষিত হয় শিশু কন্যা।

দিনে দুপুরে চলে
ছিনতাই চাঁদাবাজী আর সন্ত্রাস,
প্রশাসন শুধু
অবাক তাকিয়ে হতাশ।

এই কি ছিল
৭১’এর বীর সেনাদের আশা,
সোনার বাংলায় এখন
শুধুই হতশা।

(১২/০২/২০০৯ – রাত ২ টা)