সাম্প্রতিক

দেখা হবে ওপারে


ফিরে এসো এই খানে
এই হৃদয় মাঝে,
যেখানে আছ তুমি
সকাল দুপুর সাঝে
আমার কল্পনারই মাঝে।

মনে কি পড়ে না
সেই স্মৃতি,
আমার হাতে হাত রেখে
কাটিয়ে দেওয়া তিথী।

এই হাতে হাত রেখে বলেছিলে-
ভালবাসি তোমায়,
দুঃখ সুখে কখনো
ভুল না আমায়।

বলেছিলে-
আমায় রেখে দিও
তোমার কাছে আজীবন,
পাই যেন তোমায়
যদি পাই আর এক জীবন।
সেই জীবনেও আমায় তুমি
দিও ভালবাসা,
এটাই আমার চিরদিনের
দুঃখ সুখের আশা।

আজ তবে কেন হায়,
ভুলে গেলে তুমি আমায়।

এই হাত ছেড়ে দিয়ে
নতুন বন্ধু বেছে নিলে,
করলে তাকে জীবন সাথী
আমায় শুধু দুঃখ দিলে।

আজো আমি বেঁচে আছি
তোমার স্মৃতি বুকে ধরে,
স্মৃতির বোঝা বইতে বইতে
একদিন চলে যাব কবরে,
তোমার সাথে আবার আমার
দেখা হবে ওপারে।


(২২/০৩/২০০৯ – রাত ১ টা ৫২ মিনিট)

আমার গ্রাম



এ যে আমার হারিয়ে যাওয়া
ছেলে বেলার কথা,
শৈশবের স্মৃতি ঘেরা
পল্লী মায়ের কথা।

যেখানে আছে –
দিগন্ত জোড়া ফসলের মাঠ,
আছে আমার প্রিয় পুকুর ঘাট।

যে গাঁয়ের মেঠো পথে
আমার পথ চলা,
যে গাঁয়ের মাটির সাথে
আমার কথা বলা।

যে গাঁয়েতে দেখা যায়
কার্তিকে নতুন ধানের বান,
যে গাঁয়েতে আছে
গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান।

যে গাঁয়ের খালে বিলে
রক্ত কমল হাসে,
নদীর পাড়ে চোখ ধাঁধিয়ে
কাঁশের আসর বসে।

আমার গাঁয়ের এত রূপ
তুলনা তার নাই,
ইচ্ছে করে ফিরে যাই
আবার ছেলে বেলায়।

প্রাণের আবেগে বলতে চাই
ভালবাসি তোমায়।


(২১/০৩/২০০৯ – সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট)

সুখের আশায়

পথে পথে দুঃখ খুজে ফিরি,
কোথাও কোনো দুঃখ পেলে
তাকেই সঙ্গী করি।

পথের মাঝে দুঃখের বাস,
সুখেরা করে স্বর্গবাস;
হাত বাড়ালেই দুঃখ আসে,
সুখেরা সব মুচকি হাসে।

সুখ যে আমার কাছে থাক না
কেবলি পালিয়ে বেড়ায়,
কাছে আসে মরিচীকার মত
ধরতে গেলেই নাই হয়ে যায়।

তাই-
সুখের আশা ছেড়ে দিয়ে
দুঃখটাকে বুকে ধরে,
ভাসিয়ে দিলাম জীবন তরী
অকুল সায়রে।


(২১/০৩/২০০৯ – সন্ধ্যা ৭ টা ৪ মিনিট)

আমার স্মৃতি



যে দিন আমি থাকব না
থাকবে শুধু আমার ভালবাসা
আর থাকবে-
আমার রেখে যাওয়া ভাষা।

আমায় খুজবে তুমি
লক্ষ তারার দলে,
আমায় খুজবে তুমি
স্মৃতি অতলে।

হয়তো আমায় খুজে পাবে সখা
বাংলার বিশাল প্রান্তরে,
হয়তো চন্দ্র নিভে যাওয়া
অমাবস্যার আঁধারে।

হয়তো খুজে পাবে আমায়
কোনো এক নিঃসঙ্গ বিকেলে,
শীতের প্রকোপে
পাতা ঝরে যাওয়া শিমুলের ডালে।

সে দিন কাঁদবে তুমি
আমায় ভেবে ভেবে,
স্মৃতিরা কেবল তোমার
দুঃখ বাড়াবে।


(১৯/০৩/২০০৯ – বিকাল ৩ টা ৫৭ মিনিট)

এসো আলোর পথে


হে যুবক,
 তুমি যেও নাকো ঐ পথে
ফিরে এসো,
তুমি যেও নাকো বাতিলের পথে।

ঐ পথে আছে ভয়
আছে শুধু সংসয়,
ঐ পথে আছে শুধু
মিথ্যার মায়াজাল,
ঐ পথে আছে শুধু
অন্ধকারের কাল।

ঐ পথে গেলে তুমি দেখবে
কিছুই নেই সেখানে,
আছে শুধু
তোমার জীবনের ধ্বংসাবশেষ।

ফিরে এসো
হে যুবক
ফিরে এসো সত্যের পথে
এসো আলোর পথে।


(০৩/০৩/২০০৯ – সকাল ৮ টা ৪০ মিনিট)

চলে যাওয়া



আমি এখন 
রাত জেগে আর চাঁদ দেখি না, 
তারদের লুকচুরি দেখি না, 
এখন আমার 
অন্ধকার দেখতেই বড় ভাল লাগে, 
অমাবস্যার অন্ধকার, 
কৃষ্ণপক্ষের অন্ধকার।

আমার জীবনের সব আলো 
নিভে গেছে সেই দিন- 
যে দিন তুমি চলে গেছে।

তুমিই ছিলে 
আমার জীবনের আলো, 
সেই আলোই আমি 
পথ দেখেছিলাম।

আমি পারিনি – 
আমার হৃদয়ের সবটুকু আবেগ, 
সবটুকু ভালবাসা দিয়েও 
তোমাকে ফেরাতে, 
আমার রক্তাক্ত হৃদয়টাকে 
কাঁচের মত টুকরো টুকরো করে 
চলে গেছ বহু দূরে।

সেই স্মৃতি ঘেরা দিন গুলি 
আমি ভুলতে পারিনি, 
ভুলতে পারব না কোনো দিন।

আমি শুধু ভালই বেসেছিলাম, 
হৃদয় দিয়ে তো শুধু হৃদয়ই চেয়েছিলাম, 
এই কি ছিল আমার অপরাধ।

হয়তো তুমি ভুলে গেছো আমায় 
ভুলে গেছো সেই স্মৃতিময় অতীত, 
পাড়ি দাও তুমি 
সুখের সাগরে ভাসিয়ে ভেলা, 
আর আমি দেখি 
জীবন সায়াহ্নে অতীত স্মৃতির খেলা।


(০৩/০৩/২০০৯ – সকাল ৮ টা ৪০ মিনিট)

আমায় নিয়ে চলো বন্ধু



কোথায় যাচ্ছ বন্ধু- 
ঐ দূর দিগন্তে, 
যেখনে সূর্য পানিতে মিলায়, 
আকাশ মাটিতে বন্ধুত্ব হয়, 
বন্ধু নেবে কি আমায় তোমার সাথে 
যেখানে চাঁদ তারাদের খেলা হয়, 
যেখানে ভেসে যায় 
সাদা মেঘের ভেলা, 
যেখান থেকে ভেসে আসে 
বিজলির দোলা।

বন্ধু আমি যে কেবল 
তোমার সাথেই যেতে চাই, 
এ আমার বন্ধুত্বের দাবী, 
এ আমার ভালবাসার দাবি।

বন্ধু তুমি নিয়ে চল আমায় 
ঐ সুদূর নীলিমায়, 
নিয়ে চল কোনো এক অজানা গ্রহে 
বিমুর্ত কল্পনায়, 
বন্ধু নেবে কি আমায়, 
বলো, নেবে তো আমায়।


(২৬/০২/২০০৯ – ভোর ৬ টা ১৪ মিনিট)