ফিরে এসো এই খানে
এই হৃদয় মাঝে,
যেখানে আছ তুমি
সকাল দুপুর সাঝে
আমার কল্পনারই মাঝে।
মনে কি পড়ে না
সেই স্মৃতি,
আমার হাতে হাত রেখে
কাটিয়ে দেওয়া তিথী।
এই হাতে হাত রেখে বলেছিলে-
ভালবাসি তোমায়,
দুঃখ সুখে কখনো
ভুল না আমায়।
বলেছিলে-
আমায় রেখে দিও
তোমার কাছে আজীবন,
পাই যেন তোমায়
যদি পাই আর এক জীবন।
সেই জীবনেও আমায় তুমি
দিও ভালবাসা,
এটাই আমার চিরদিনের
দুঃখ সুখের আশা।
আজ তবে কেন হায়,
ভুলে গেলে তুমি আমায়।
এই হাত ছেড়ে দিয়ে
নতুন বন্ধু বেছে নিলে,
করলে তাকে জীবন সাথী
আমায় শুধু দুঃখ দিলে।
আজো আমি বেঁচে আছি
তোমার স্মৃতি বুকে ধরে,
স্মৃতির বোঝা বইতে বইতে
একদিন চলে যাব কবরে,
তোমার সাথে আবার আমার
দেখা হবে ওপারে।