অনুকাব্য – ৪২
একটি
ল্যান্ডক্রুজার
আর গাড়ি তিনেক প্রহরী,
কষ্টে রইলো
হাজার হাজার পথচারী।
আর গাড়ি তিনেক প্রহরী,
কষ্টে রইলো
হাজার হাজার পথচারী।
অনুকাব্য – ৪১
দেখি
মানুষ দেখি
রঙ বেরঙের মানুষ।
মানুষ দেখি
রঙ বেরঙের মানুষ।
অনুকাব্য – ৪০
সময়ের হাত ধরে নিরবে পথ চলে
কেটে গেল অনেক সময়,
জানি তুমি আসবে না হাতে হাত
রাখবে না
হবে না সময় আর মধুময়।
অনুকাব্য – ৩৯
সোনালী রোদের স্নিগ্ধ আভায়
সোনালী রোদের স্নিগ্ধ আভায়
তুমি কাঁদো,
তোমার কান্নার জলে ভেসে যাক
সব শুভ্রতা।
তোমার কান্নার জলে ভেসে যাক
সব শুভ্রতা।
অনুকাব্য – ৩৮
এখানে সময় কাটে
মুহুর্ত মুহুর্ত করে,
প্রতিটি মুহুর্ত একেকটি গল্প
একেকটি সহস্র পাতার উপন্যাস।
এখানে সময় কাটে
মুহুর্ত মুহুর্ত করে,
প্রতিটি মুহুর্ত একেকটি গল্প
একেকটি সহস্র পাতার উপন্যাস।
অনুকাব্য – ৩৭
সূর্য
ডুবে চাঁদ উঠেছে
অমন হাসি হাসল কে,
হাসির রঙে ফুল ফুটেছে
নতুন রাগে বাজল যে।
অমন হাসি হাসল কে,
হাসির রঙে ফুল ফুটেছে
নতুন রাগে বাজল যে।
অনুকাব্য – ৩৬
এমন
হাসি দেখিনি কতদিন,
ঝলমলে সোনালী রোদে
পদ্ম যেমন হাসে।
ঝলমলে সোনালী রোদে
পদ্ম যেমন হাসে।
অনুকাব্য – ৩৫
তুইও
খুঁজিস আমিও খুঁজি
কিন্তু জানি না হয়তো ভিন্ন পথে,
বিপরীতমূখী গতিপথে ক্রমবর্ধমান দুরত্ব
উপহাসে মুচকি হাসে।
কিন্তু জানি না হয়তো ভিন্ন পথে,
বিপরীতমূখী গতিপথে ক্রমবর্ধমান দুরত্ব
উপহাসে মুচকি হাসে।
অনুকাব্য – ৩৪
স্বপ্ন
নিয়ে নয় বিশ্বাস নিয়ে,
মুহুর্ত গুলোর করুন আর্তনাদ
পদদলিত করি
নিশ্চিত বিজয়ের অপেক্ষায়।
মুহুর্ত গুলোর করুন আর্তনাদ
পদদলিত করি
নিশ্চিত বিজয়ের অপেক্ষায়।
অনুকাব্য – ৩৩
ছন্দ
হারায়
তোর কাব্য কাননে,
বিহঙ্গ সুখ লভিতে চায়
নিঃসীম নীলিম আলিঙ্গনে।
তোর কাব্য কাননে,
বিহঙ্গ সুখ লভিতে চায়
নিঃসীম নীলিম আলিঙ্গনে।
অনুকাব্য – ৩২
রাজকন্যার
জোছনার সাধ
আমি পাতি সূর্যে হাত।
আমি পাতি সূর্যে হাত।
অনুকাব্য – ৩১
নিশুতি রাতে
আঁধারের রথে,
তারা হয়ে ছুটে চলি
তারাদের পথে।
আঁধারের রথে,
তারা হয়ে ছুটে চলি
তারাদের পথে।