সাম্প্রতিক

মনের মতো



যে জল নদীর মতো

সে জলে স্নান করব,

যে কথা কবিতার মতো

সে কথার সুধা পান করব,

যে কষ্ট মনের মতো

সে কষ্টের হাত ধরে পথ চলব,

যে আঁধার রাতের মতো

তার সাথে কথা বলব,

যে আলো জোছনার মতো

সে আলোয় গা ভেজাব,

যে মানুষ তোমার মতো

তার সাথে ঘর বাঁধব।



যে আমি আমার মতো

তার কি হবে... ...?


(২৩/০৩/২০১১ – রাত ৩ টা ১১ মিনিট)