সাম্প্রতিক

অনুকাব্য সমগ্র - ২



অনুকাব্য – ৩০ 


যখন নিভৃতচারী তুই
সুখের দুর্নিবার মোহে মুহ্যমান,
সময় তখন যোজন দূরে
আশার আলোয় ম্রিয়মান।


অনুকাব্য – ২৯

ব্যস্ততা দেখি,
মানুষের ব্যস্ততা
যন্ত্রের ব্যস্ততা। 



অনুকাব্য – ২৮

বিনি সুতোয় মালা গাঁথতে
দিলি মনের ভাগ,
মনের দামে কিনে নিলি
সাত কলঙ্কের দাগ।



অনুকাব্য – ২৭

গল্প হলেও সত্যি
জীবনের গল্প,
অল্প হলেও বিশদ
কবির কাব্য।



অনুকাব্য – ২৬

ম্রীয়মান ছিল মৃন্ময়ীর হাসি
মৃত্তিকায় উজ্জ্বল সরোবর,
উন্মাতাল ঢেউয়ে তরঙ্গ তোলে
নিথর প্রস্তর



অনুকাব্য – ২৫

আমার কথা মনে হলে
ব্যস্ততাকে কবর দিস,
অল্প কিছু কথা লিখে
মাঝে মাঝে খবর নিস।



অনুকাব্য – ২৪

স্বর্ণ যুগের পিছুটানে
মায়ার হাতছানি,
হৃদয়ের কুড়েঘরে চলে
স্মৃতির হানাহানি।



অনুকাব্য – ২৩

হোক না কল্প,
তবু
তোকে নিয়েই রচিব আমার
নিষিদ্ধ প্রেমের গল্প।



অনুকাব্য – ২২

তুই আর আমি
আমি
আর তুই,
ইচ্ছে
হলেই স্বপ্নে দেখি
ইচ্ছে
হলেই ছুঁই


অনুকাব্য – ২১

ব্যস্ততার জঞ্জালে ভরা এই যন্ত্রপুরে
চারিদিকে শুনি সময়ের হাহাকার।



অনুকাব্য – ২০

চাওয়া না পাওয়ার
দুঃখ নিনাদে কন্ঠধ্বনি,
বারে বারে থেমে যায়
আঁধারের ডাক শুনি।


অনুকাব্য – ১৯

আমার খোলা আকাশ
তোমার সুর্য স্নানে প্রীত হয়
তবু আমি সুখি নই
তবু তুমি আমার নও



অনুকাব্য – ১৮

বৃষ্টি তোমার চোখের তারার
আঁকে অদৃশ্য ছবি,
দু’চোখ ভরে দেখব আমি
নির্ঘুম প্রজাপতি


অনুকাব্য – ১৭

স্বপ্নগুলো মনের কোণে
জায়গা হারায়,
ইচ্ছেগুলো জীবন পথে
স্বপ্ন খুঁজে বেরায়।


অনুকাব্য – ১৬

নিশ্চুপ মন হাহাকার করে
এদিক সেদিক যায়,
সামনে বার্ধক্য পেছনে তারুণ্য
বর্তমান খুঁজে না পায়।